জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলা পাড়ার নুরুল আমিনের ছেলে আক্তারুল (২৬) দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন প্রকার নেশায় আসক্ত হয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। এ অবস্থা চলতে থাকলে পিতা নুরুল আমিন ছেলেকে মাদকাসক্তের পথ থেকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। অবশেষে ছেলের প্রতি অতিষ্ঠ হয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় গাঁজাসহ ছেলেকে পুলিশে ধরিয়ে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।