স্টাফ রিপোর্টার: হাসপাতাল আমার, আপনার তথা আমাদের সবার। এখানে একটা রোগী সেবা নিতে আসে কারণ এটা সেবামূলক প্রতিষ্ঠান। একটা রোগীর সাথে একজন করে দর্শনার্থী থাকলেই চলে। যেখানে মানুষের আনাগোনা যতো কম সেখানকার পরিবেশ হয় সুন্দর নোংড়া হয় কম। একটা রোগীর সাথে বেশি দর্শনার্থী থাকলে অন্য আর একটা রোগীর সমস্যা সৃষ্টি হয়। কথাগুলো বলেন, খুলনা বিভাগীয় কোয়ালিটি কো-অর্ডিনেটর ডা.আতিয়ার রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর মডেল হাসপাতালে ভিজিটর পাস কার্ড চালুর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কথাগুলো বলেন। তিনি আরও বলেন, সেবার মান, পরিচ্ছন্ন পরিবেশের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ভবিষ্যতে প্রথম স্থান অধিকার করতে হবে। এর জন্য সবার সহযোগিতার প্রয়োজন। চুয়াডাঙ্গা সদর মডেল হাসপাতালে দর্শনার্থী নিয়ন্ত্রণ ভিজিটর পাস পদ্ধতি প্রবর্তন করে হাসপাতালের ওয়ার্ডে ভিজিটর কার্ড চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একটা রোগীর জন্য ২টা পাস কার্ড দেয়া হবে। প্রতিটি দর্শনার্থী ৩০ টাকা জমা দিয়ে একটি কার্ড সংগ্রহ করতে পারবে। সময় দেয়া হয়েছে বেলা ১টা পর্যন্ত। দর্শনার্থী রোগী দেখে ফেরার পথে কার্ড জমা দিলে তাকে টাকা ফেরত দেয়া হবে। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, সদর মডেল হাসপাতাল বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দীন দুলু, হেলথ এডুকেটর দেলোয়ার হোসেন প্রমুখ।