স্টাফ রিপোর্টার: চাচার লাশের দাফন শেষে বাড়ি ফেরার পথে বিপত্তি। আলমডাঙ্গার পুটিমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দু’ভাইসহ একই পরিবারের ৩জন আহত। আহতরা হলো- চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গার ঘোলদাড়ি নতুন মসজিদপাড়ার জহুরুল বিশ্বাসের ছেলে ঘোলদাড়ি হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রানা তার আপন ছোট ভাই ঘোলদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আব্দুর রশিদ ও তার মামাতো ভাই একই এলাকার আশকার আলীর ছেলে হাসান। গতকাল বৃহস্পতিবার দুপুরে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এসময় হাসপাতালে আহতদের শয্যাপাশে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে রানা, আব্দুর রশিদ ও হাসান আলমডাঙ্গার ফুলবগাদি গ্রামে রানার মেজ চাচা আব্দুল হামিদের লাশের দাফনকার্য সম্পন্ন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে মুন্সিগঞ্জ-ঘোলদাড়ি সড়কের পুটিমারী মোড়ের অদুরে ব্রিজের নিকট অপর একটি মোটরসাইকেলের ওভারটেক করার সময় ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে পাকা সড়কে আছড়ে পড়ে গুরুতর আহত হয় তারা। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিরিন জেবীন সুমি তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে রাজশাহী নেয়া হয়েছে।