স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা আসমানখালী বাজারে এক এনজিও সংস্থার দুই মাঠকর্মীকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তারা একটি কক্ষে আপত্তিকর অবস্থায় থাকাকালে এক গ্রাহক দেখলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি শাখা পরিচালকও স্বীকার করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী শাখার আরআরএফ এনজিও সংস্থার মাঠকর্মী বিধান কুমার ও রাশিদা খাতুন বেলা ২টার দিকে আসমানখালী বাজার শাখার কম্পিউটার প্রশিক্ষণকক্ষে একান্তে অবস্থান করছিলো। তাদের আপত্তিকর অবস্থায় থাকার দৃশ্য এক গ্রাহকের চোখে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে শাখা পরিচালক সুব্রত বিশ্বাস বলেন, আমি আমার কক্ষে অফিসিয়াল কাজ করছিলাম। এ সময় আমাদের সংস্থার মাঠকর্মী বিধান কুমার ও রাশিদা খাতুন তাদের কালেকশন সেরে এসে কম্পিউটার প্রশিক্ষণকক্ষে আপত্তিকর অবস্থায় এক গ্রাহকের চোখে পড়ে। দৃশ্যটি আমিও দেখেছি। এলাকার অনেকেই অভিযোগ করে জানান, গত বছরও একই ধরনের ঘটনা ঘটেছিলো এই সংস্থায়।