সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্ধোধন

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন তেঁতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী হাজি আব্দুল্লা শেখ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলী রেজা সজল, চুয়াডাঙ্গা জেলা ফ্যাসিলিটিজ সহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জুড়োন আলী শেখ, তেঁতুল শেখ কলেজ পরিচালনা কমিটির সদস্য জালাল উদ্দিন মহর, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, শিক্ষক সাইফুল আওয়াল, কামরুজ্জামান, আকিনা খাতুন, সাইদুন্নাহার, হাবিবা খাতুন, আক্তারুন নেছা ফারহানা খাতুন, সাইফুল ইসলাম, জাহানারা খাতুন, মোহাম্মদ আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোমতাজুল ইসলাম ।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।