ভারত সফর শেষে চুয়াডাঙ্গায় ফিরেছে চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি।

স্টাফ রিপোর্টার: ভারত সফর শেষে চুয়াডাঙ্গায় ফিরেছে চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি। পাঁচদিনের ভারত সফরে চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি ভারতের নদীয়ার বাদকুল্লায় ২টি ও রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের সঙ্গে ১টি প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে।
ফিউচার ফুটবল একাডেমির পরিচালক সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন জানান, প্রথম ম্যাচে ৫-১ গোলে জয়লাভ করে ফিউচার ফুটবল একাডেমি, দ্বিতীয় ম্যাচে ভারতের নদীয়া জেলার বাদকুল্লাহর মিলন সংঘ মাঠে ভাতৃসী সংঘের সাথে ১-১ গোলে ড্র হয় এবং তৃতীয় ও শেষ ম্যাচে রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি। তিনি আরও জানান, ভারতে যাওয়ার সময় দর্শনা পৌরসভার মেয়র আমার ফুটবল টিমকে সংবর্ধনাসহ সীমান্ত পারাপারে সহযোগিতা করেছিলেন। ভারতে পৌঁছুলে বাদকুল্লার মাতৃসী সংঘ কর্তৃপক্ষ ফুটবলার লিটনসহ দলের সকলকে অর্ভ্যত্থনা জানান। একই সাথে ভারতীয় জাতীয় পতাকা তার গায়ে জড়িয়ে দেন। এরপর রানাঘাট ফ্রেন্ডস ক্লাব কর্র্তৃপক্ষ তাকে গার্ড অব অনার প্রদান করে। তৃতীয় ও শেষ ম্যাচ শেষে স্মৃতিচারণ করতে গিয়ে লিটন বলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, কৃতি ফুটবলার মামুন জোয়ার্দ্দার, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, স্বাধীনবাংলা ফুটবল দলের গোলরক্ষক আব্দুল মোমেন জোয়ার্দ্দারকে আমি ভুলতে পারবো না। লিটন বলেন, এদের সহযোগিতায় আমি ভারত সফর করে ভালোভাবে দেশে ফিরে আসতে পেরেছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
ভারত সফরকালে ১৬ সদস্য বিশিষ্ট ফিউচার ফুটবল একাডেমিতে ছিলো আব্দুল কাদের (গোলরক্ষক), বাদশা মিয়া, সুরুজ আলী, রমেস, মিল্টন, হাসান, শিলন, মুয়াজ, শামীম (অধিনায়ক), ইব্রাহিম, সাব্বির, সোহান, রুবেল, মদন, কোচ অমিত কুমার মদন ও ম্যানেজার আসাবুল হক।