ভাইকে দলের সভাপতি করলেন নওয়াজ শরিফ
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে দলের সভাপতি হিসেবে ভাই শাহবাজ শরিফকে নির্বাচিত করেছেন নওয়াজ শরিফ। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে নিজের দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন নওয়াজ শরিফ। এর আগে তিনি শীর্ষ আদালতের রায়ে প্রধানমন্ত্রী পদ থেকেও ক্ষমতাচ্যুত হন। তাকে দলের ‘আজীবন নেতা’ নির্বাচিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার পাকিস্তান মুসলিম লীগের নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ হয়। ভাই শাহবাজ শরিফকে অন্তর্বর্তীকালীন সভাপতি করার প্রস্তাব দেন নওয়াজ শরিফ। এতে সবাই একমত হন।
প্রথমবারের মতো সৌদিতে নারী মন্ত্রী
মাথাভাঙ্গা মনিটর: পৃথিবীজুড়েই রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত হলেও সৌদি আরবে ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া বইছে। সৌদি সরকার দেশটিতে প্রথমবারের মতো কোনো নারীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে।
দেশটির বাদশাহ সালমান শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তামাদের বিনতে ইউসেফ আল-রামাহকে নিয়োগ দিয়েছেন। খবরে বলা হয়, গত সোমবার মন্ত্রণালয়টিতে উপমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তামাদের। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উন্নয়নের অংশ হিসেবে বাদশাহ সালমান এই অনুমোদন দেন।
সৌদি আরবের জাতীয় প্রতিরক্ষা কৌশলের সঙ্গে মিল রেখে মানবসম্পদ, সুশাসন, মন্ত্রণালয়ের ভিশন ও স্ট্রাটেজি এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামো নিয়ে ব্যাপক পরিকল্পনা নিয়েছে রিয়াদ সরকার।
একইসঙ্গে বাদশাহ সালমান বেশ কয়েকটি আদেশের মাধ্যমে দেশটির সামরিক ও বেসামরিক বিভিন্ন শীর্ষ পদে রদবদল করেছেন। সোমবারের ওই আদেশে সেনাপ্রধানসহ শীর্ষ সেনা কর্মকর্তাদের বরখাস্ত করেন তিনি।
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ২৪
মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
একটি প্রতিবেদন অনুসারে, সিরিয়ায় অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হওয়া লোকজনের ওপর গত মঙ্গলবার মার্কিন বিমান থেকে কয়েক দফা হামলা চালানো হয়। এসব মানুষ দেইর আয-যোর প্রদেশের দাহরাত আল-আলাউন এলাকার একটি অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলো। হামলায় বহু মানুষ আহত হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ের নামে বেসামরিক লোকজনের ওপর যেসব বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে তা বন্ধ করার জন্য জাতিসংঘের প্রতি দামেস্ক সরকার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যে এই হামলা হলো।
এর আগে, ২৫ ফেব্রুয়ারি দেইর আয-যোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের আরেক হামলায় ২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়।
শ্রদ্ধা-ভালবাসায় শেষ বিদায় নিলেন শ্রীদেবী
মাথাভাঙ্গা মনিটর: শেষ হলো ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর অন্তেষ্টিক্রিয়া। বলিউডের সুপারস্টারদের উপস্থিতিতে গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে শুরু হয় অন্তেষ্টিক্রিয়া। ছয়টা নাগাদ অন্তেষ্টিক্রিয়া শেষ হয়। তারকা ছাড়াও অসংখ্য ভক্ত এসেছিলেন প্রিয় অভিনেত্রীকে শেষ বিদায় জানাতে। শ্রীদেবীর ভক্তদের জন্য সকাল সাড়ে ৯টায় খুলে দেয়া হয় মুম্বাইয়ের লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের দরজা। এরপর প্রয়াত নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে সেখানে যান অসংখ্য বলিউড তারকা। আর তাদের ছাপিয়ে গিয়েছে শ্রীর ভক্তরা। অনেকেই স্মৃতিচারণ করেছেন। অনেকে আবার শ্রীর ফিল্মের গান গেয়ে শুনিয়েছেন।