দর্শনায় পত্রিকা বিক্রয় প্রতিনিধি আমিরকে মারধর

অভিযুক্ত মিলনকে আটক ॥ ক্ষমা চেয়ে মুক্ত
দর্শনা অফিস: জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা বিক্রয় প্রতিনিধি আমিরকে মারধর করে গ্যাড়াকলে পড়তে হয়েছে শিক্ষানবিশ আইনজীবী মিলন। ঘটনার পরপরই পুলিশের হাতে বন্ধি হলেও শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে পার পেতে হলো মিলনকে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে দর্শনা পৌর এলাকার মেমনগর কালিদাসপুরের রিয়াজ উদ্দিনের ছেলে জাতীয় ও দৈনিক পত্রিকা বিক্রয় প্রতিনিধি আমির হোসেন মোবারকপাড়ায় পাঠকদের বাড়ি বাড়ি পত্রিকা পৌঁছুনোর দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোবারকপাড়ার আব্দুল কাদেরের ছেলে শিক্ষানবিশ আইনজীবী আবু সাঈদ বিন কাদের মিলন গায়ে পেতে ঝগড়া বাধায় আমিরের সাথে। এ সময় আমির হোসেনকে বেধরকভাবে মারধর করে আহত করে মিলন। স্থানীয়রা অভিযোগ করে বলেছে, এলাকায় সে ম্যাড মিলন নামে পরিচিত। তার অত্যাচারে অতিষ্ঠ মহল্লাবাসী। এ ঘটনার পরপরই দর্শনা আইসি পুলিশ আটক করে মিলনকে। একপর্যায়ে আমির হোসেনের কাছে ক্ষমা প্রার্থনা করে রক্ষা পেয়েছে মিলন।

Leave a comment