ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের কুমোরগড়ার মাঠে পুকুর থেকে প্রায় ৪০ মণ মাছ চুরি করার অভিযোগ এনে ৮জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে শঙ্করচন্দ্র গ্রামের আনোয়ার হোসেন ইংরেজ। গত পরশু মঙ্গলবার এ অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, শঙ্করচন্দ্র গ্রামে মৃত আমিরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ইংরেজ শঙ্করচন্দ্র কুমোরগড়ার মাঠে নিজ জমিতে পুকুর খনন করে মাছ চাষ করে আসছে। কিন্তু শঙ্করচন্দ্র গ্রামের শফি, সারজেত, মাসুদ, সালাউদ্দিন, রফিকুল, তুহিন পিতা রফিকুল, সারজেতের ছেলে হুসাইন, সালাউদ্দিনের ছেলে ফয়সালসহ আর ৫০-৬০জন লোক পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে গত পরশু মঙ্গলবার সকাল ৯টার সময় পুকুরে নেমে প্রায় ৪০ মণ মাছ ধরে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২লাখ টাকা। আর মেরে ফেলে প্রায় ৫০হাজার টাকার মাছ। এ ব্যাপারে আনোয়ার হোসেন ইংরেজ বাদি হয়ে গত পরশু মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আসামি মাসুদের নিকট জানতে চাইলে তিনি বলেন, ইংরেজের অভিযোগ সঠিক নয়। ইংরেজই লোকজন দিয়ে আমাদের পুকুরের প্রায় ৭লাখ টাকার মাছ লুট করে দিয়েছে। এ ব্যাপারে আমরা ঘটনার দিন সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা সদর থানাকে জানালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আমরা পুলিশের সাথে ছিলাম।