চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউপির নিরপেক্ষ মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যনের দায়িত্ব দেয়ার জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন

ডিঙ্গেদহ প্রতিনিধি: দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের অবর্তমানে নির্ধারিত ৩জন প্যানেল চেয়ারম্যানদের বাদে একজন নিরপেক্ষ মেম্বরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পণের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেছে পদ্মবিলা ইউনিয়নের ৬ জন মেম্বর। এর অনুলিপি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থ বছরের টিআর, কাবিটা ও স্পেশাল বরাদ্দের ২৪ লাখ ৩৯ হাজার ৬শ ৮৯টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসকে বরখাস্ত করেন। স্থানীয় সরকারের কার্যক্রম পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যানদের মধ্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা। কিন্তু ১নং প্যানেল চেয়ারম্যান ৯নং ওয়ার্ডের মেম্বর আলম আলি, ২নং প্যানেল চেয়ারম্যান ২নং ওয়ার্ডের মেম্বার আ. রউফ এবং ৩নং প্যানেল চেয়ারম্যান ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার খালেদা বেগম ২০১৬-২০১৭ অর্থ বছরের টিআর, কাবিটা ও স্পেশাল বরাদ্দের প্রকল্প চেয়ারম্যান ছিলেন। তাদের ৩ জনের সহযোগিতায় চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস দুর্নীতি করার সুযোগ পেয়েছেন। এজন্য উল্লেখিত ১,২ ও ৩ নং প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব না দিয়ে নিরপেক্ষ ও সৎ মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদানের জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন জানিয়েছে অভিযোকারী ইউপি মেম্বারগণ।

Leave a comment