মাথাভাঙ্গা মনিটর: তার অলরাউন্ডার পারফরম্যান্সে প্রায় ২৮ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল ভারত। পুরো টুর্নামেন্টে রান তুলেছিলেন ৩৬২ ও উইকেট শিকার করেছেন ১৫টি। হয়েছেন টুর্নামেন্ট সেরাও। কিন্তু শেষ কয়েক বছর সঙ্কটে রয়েছে যুবরাজ সিংয়ের ক্রিকেট ক্যারিয়ার। বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। এবার ক্রিকেট থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন পাঞ্জাবের এই অলরাউন্ডার।
২০১১ বিশ্বকাপের পর ভাগ্যের পরিহাসে পরের বছরই ধরা পড়ে মারণ ক্যানসারে। সেখান থেকে ক্রিকেটে ফিরলেও আগের ফর্ম ফিরে পাননি যুবরাজ। ২০১৮ দক্ষিণ আফ্রিকা সফরেও বিরাটের দলে জায়গা হয়নি তার৷
২০১৫ এবং ১৬ সালে আইপিল নিলামে সর্বাধিক দর পাওয়া বাঁহাতি অল-রাউন্ডার এই মরসুমের আইপিএল নিলামে কোনক্রমে সুযোগ পেয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবে। তবে ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা বললেও ২০১৯ পর্যন্ত খেলতে চান যুবি।
লরিয়াস পুরস্কারের মঞ্চ থেকে নিজের ক্রিকেট ক্যারিয়ারের বিষয়ে তিনি জানান, ‘আমি ২০১৯ পর্যন্ত খেলা চালিয়ে নিয়ে যেতে চাই৷ এই মরসুমের আইপিএলে আমি ভালো পারফর্ম করতে চাই কারণ ওটাই একমাত্র মঞ্চ যেটা আমাকে ২০১৯ পর্যন্ত খেলার সুযোগ করে দেবে৷’