কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মাদকাসক্ত স্বামীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্ত্রী। গতকাল বুধবার বিকেলে মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার মাদকাসক্ত স্বামী মিরাজুল ইসলামকে (৫০) তার স্ত্রী রুবিনা খাতুন ও মা শাহিদা বেগম পুলিশের কাছে সোপর্দ করেন।
মা শাহিদা বেগম জানান, মিরাজুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। দিন দিন তার বেপরোয়া আচরণে অতিষ্ঠ পরিবারের সদস্যরা।
তার স্ত্রী রুবিনা খাতুন জানান, প্রতিদিন মাদক সেবন করে বাড়িতে এসে সবাইকে অকথ্য ভাষায় গালি ও আসবাবপত্র ভাঙচুর করে। বাধ্য হয়ে নিজ স্বামীকে পুলিশে দিতে বাধ্য হয়েছি।
পরে মাদকসেবী মিরাজুলকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদের নিকট সোপর্দ করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর ২২(খ) ধরায় এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করে হেফাজতে প্রেরণ করেন।