আলমসাধুর ধাক্কায় আছড়ে পড়ে চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার পল্লি শিবপুরে গাংনী-মুন্সিগঞ্জ সড়কে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার: বড়দের পাশেই দাঁড়িয়ে খেলছিলো আড়াই বছরের সামিউল। বড়দের একটু বেখেয়ালে রাস্তার ওপর উঠতেই চোখের পলকে শ্যালোইঞ্জিন চালিত আলমসাধু ছুটে এসে কেড়ে নিলো সামিউলের প্রাণ। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটলেও সন্ধ্যা পর্যন্ত অবৈধযানের অবৈধ চালকের বিরুদ্ধে কোনো পুলিশি পদক্ষেপ গ্রহণের খবর পাওয়া যায়নি।
শিশু সামিউলের দাফন সম্পন্ন করা হয়েছে। সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিবপুর মসজিদপাড়ার আনোয়ার হোসনের ছেলে। বাড়ির অদূরেই আসমানখালী ভয়া গাংনী-মুন্সিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শিবপুর মসজিদপাড়ার আনোয়ার হোসেনের শিশু সন্তানকে সাথে নিয়ে তার নিকটজনেরা বাড়ির পাশের রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। পাশেই সামিউল খেলতে গিয়ে সড়কের ওপর ওঠে। মুন্সিগঞ্জমুখি পান ব্যবসায়ীদের বহন করা আলমসাধু ধাক্কা দেয় তাকে। আছড়ে পড়ে। চাকায় পিষ্ট হয় সে। তখন সকাল আনুমানকি ৭টা। শিশু সামিউলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। ৮টার দিকে ভর্তি করানো হয়। চিকিৎসার এক পর্যায়ে সকাল সোয়া ১০টার দিকে শিশু সামিউল মারা যায়। শিশুর মৃতদেহ নিজবাড়ি নেয়া হলে নিকটজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। বিকেল ৩টার দিকে দাফন কাজ সম্পন্ন করা হয়।