স্টাফ রিপোর্টার: শুদ্ধভাবে জাতীয়সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ৩ গ্রুপের মধ্যে ২ গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করলো আলমডাঙ্গা।
জানা গেছে, গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা। জেলা পর্যায়ের ওই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট তুলে দেন। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৩টি পৃথক গ্রুপে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যথাক্রমে আলমডাঙ্গার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রতিযোগীরা বিজয়ী হয়। এছাড়া মাধ্যমিক পর্যায়ে বিজয়ী হয়েছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আলমডাঙ্গার বিজয়ী ২ গ্রুপের শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারী সকলেই কলাকেন্দ্রের ছাত্রী।
শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল আলম, সহকারী কমিশনার ফখরুল আলম, এনডিসি সুচিত্র রঞ্জন দাস, সহকারী কমিশনার টুকটুক তালুকদার, পাপিয়া আক্তার, ইফফাত আরা জামান ঊর্মি, স্নিগ্ধা দাস ও চৌধুরী মোস্তাফিজুর রহমান।
বিচারক ম-লীর আহ্বায়ক ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। অন্যান্যের মধ্যে বিচারক ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, সঙ্গীত শিক্ষক আব্দুস সালাম ও সাংবাদিক শাহ আলম সনি।