সিরিয়ায় হামলার ঘোষণা দিলো যুক্তরাজ্য
মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার বেসামরিক ব্যক্তিদের ওপর দেশটির সরকার রাসায়নিক হামলা চালিয়েছে বলে পশ্চিমা দেশগুলো যে দাবি করছে, তা প্রমাণিত হলে দামেস্কের বিরুদ্ধে সামরিক হামলায় আমেরিকার সঙ্গে ব্রিটেনও অংশ নেবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার একটি সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘যদি সিরিয়ার বেসামরিক ব্যক্তিদের ওপর রাসায়নিক হামলার ঘটনা ঘটে এবং তা নিশ্চিতভাবে প্রমাণিত হয় তাহলে দামেস্কের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ব্রিটেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’ ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, পূর্ব গৌতার একটি এলাকায় সিরিয়ার বিমান থেকে হামলা করার পর ১৪ ব্যক্তি শাসকষ্টে ভুগছে। এ সংস্থাটি আগে থেকেই সন্ত্রাসীদের সমর্থক বলে পরিচিত। উগ্র সন্ত্রাসীরা ওই এলাকায় গ্যাস হামলার পরিকল্পনা করছে বলে রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করার পর এই হামলা হয়েছিলো। রাশিয়া আগেই বলেছিলো, সন্ত্রাসীরা এ হামলা করে সিরিয়ার সরকারের ওপর দোষ চাপাবে।
ভারতের আয়োজনে ১৬ দেশের যৌথ নৌ-মহড়া থেকে সরে দাঁড়ালো মালদ্বীপ
মাথাভাঙ্গা মনিটর: ভারতের আয়োজনে ১৬ দেশের যৌথ নৌ-মহড়া থেকে সরে দাঁড়ালো মালদ্বীপ। এর আগে, জরুরি অবস্থা প্রত্যাহার করে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে নয়াদিল্লীর পরামর্শও মানেননি মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন। যে নৌ-মহড়ার জন্য ভারত আমন্ত্রণ জানিয়েছিলো মালদ্বীপকে, ‘মিলন’ নামের সেই মহড়াটি দু’বছরে এক বার হয়। এ বছর আন্দামান ও নিকোবর সংলগ্ন এলাকায় আয়োজিত হয়েছে মহড়াটি। ৬ মার্চ শুরু হয়ে তা পরবর্তী ৮ দিন চলবে। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, মরিশাস, ওমান, নিউজিল্যান্ডের মতো মালদ্বীপও ভারতকে জানিয়েছিল, মহড়ায় তারা যোগ দিচ্ছে। কিন্তু প্রায় শেষ মুহূর্তে এসে মালদ্বীপ মহড়া থেকে সরে দাঁড়িয়েছে। ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা মঙ্গলবার নিজেই জানিয়েছেন যে, মালদ্বীপ এবারের ‘মিলন’ এ যোগ দিচ্ছে না। ‘এই সিদ্ধান্ত তারা কেন নিল, সে কথা মালদ্বীপ জানায়নি’ বলেছেন অ্যাডমিরাল লানবা। ভারত মহাসাগরের নানা অংশে যেভাবে গতিবিধি বাড়াচ্ছে চীনা নৌসেনা, তার প্রেক্ষিতে তৎপরতা বাড়ানোর নীতি নিয়েছে ভারতীয় নৌসেনাও।
দক্ষিণ কোরিয়ারক্ষমতাচ্যুত পার্কের ৩০ বছর কারাদণ্ডের দাবি
মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটররা দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের ৩০ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন। তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করায় তারা মঙ্গলবার এ দাবি জানান। খবরে বলা হয়, ৬৬ বছর বয়সী পার্কের বিরুদ্ধে বড় ধরণের দুর্নীতির অভিযোগ ওঠায় গত বছরের মার্চে দেশের শীর্ষ আদালত তাকে বরখাস্তের নির্দেশ দেন। তখন থেকে প্রায় এক বছর ধরে তিনি বন্দি রয়েছেন। দক্ষিণ কোরিয়ার স্বৈরশাসক পার্ক চাঙ হিয়ের মেয়ে পার্ক জিউন হাই। ফৌজদারি অপরাধে গ্রেফতার হওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টদের মধ্যে পার্ক তৃতীয় ব্যক্তি।
পাপুয়া নিউ গিনির ভূমিকম্পে ৩০ জনের মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: পাপুয়া নিউ গিনির পার্বত্য অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্পের আঘাতে ৩০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, ক্ষয়-ক্ষতির ব্যাপকতা ক্রমেই বাড়ছে। ৭.৫ মাত্রার ভূমিকম্পটি পোরগেরা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে সোমবার। দেশটির এনগা প্রদেশে সোমবার ভোরে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর অঞ্চলটিতে দুটি শক্তিশালী পরবর্তী কম্পন হয়েছে। এছাড়া বিরাট অংশ জুড়ে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পিএনজি পোস্ট কুরিয়ার পত্রিকা জানায়, সাউদার্ন হাইল্যান্ডস’র রাজধানী মেন্দিতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। পার্শ্ববর্তী কুতুবু ও বোসাভ এলাকায় আরও ১৮ জন প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, এই ঘটনায় প্রায় ৩শ’ লোক আহত হয়েছে ও বহু স্থাপনা ধ্বংস হয়েছে। ভূমিধসেরও খবর পাওয়া গেছে।