মেহেরপুর অফিস: ‘মেহেরপুরের ঘোষণা, বাল্যবিয়ে দেবো না’ স্লোগানে মেহেরপুরে পালিত হয়েছে বাল্যবিয়ে মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের শহীদ ড. শামসুজ্জোহানগর উদ্যান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিমুদ্দীন সর্দ্দার, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি র্যালিতে অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।