মোবাইল ইন্টারনেটে ‘পে পার ইউজ’ ৫ টাকার বেশি নয় : বিটিআরসি
স্টাফ রিপোর্টার: গ্রাহকদের ‘বিল শক’ থেকে রক্ষার উদ্দেশ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারে ‘পে পার ইউজ (যতোটুকু ব্যবহার ততোটুকু বিল)’ এর সীমা ৫ টাকায় বেঁধে দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। ১ মার্চ থেকে এই নিয়ন্ত্রণ সীমা কার্যকর করতে অপারেটরগুলোর কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রাহকের অজান্তে ‘পে পার ইউজ’র বিল ৫ টাকার বেশি করা যাবে না। তবে গ্রাহক চাইলে এই হারে ব্যবহার চালিয়ে যেতে পারবেন। সাধারণত মোবাইল ইন্টারনেটে ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন অপারেটরের গ্রাহকরা নানা প্যাকেজ নেন। যদি কোনো গ্রাহকের ডেটা প্যাক থেকে থাকে কিন্তু মেয়াদ অনুযায়ী ব্যবহারের কোটা অতিক্রান্ত হয়ে যায় বা ডেটা শেষ হয়ে যায়, তখন অতিরিক্ত ব্যবহারের জন্য গ্রাহককে ‘পে পার ইউজ’ হারে বিল দিতে হয়। এই হার সাধারণত ০.০১ টাকা/১০ কেবি (+ট্যাক্স) বা ০.০২ টাকা/১০ কেবি চার্জ করা হয়ে থাকে। তবে অপারেটরদের ভিন্ন ভিন্ন হার রয়েছে।
৩৮তম বিসিএস প্রিলির ফল মার্চের প্রথম সপ্তাহে
স্টাফ রিপোর্টার: ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মার্চের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া সম্পন্ন করে তা প্রকাশ করা হবে।
পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে রেকর্ড ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। তখন এটিই ছিলো বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন। গত বছরের ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সম্পন্ন হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রত্নগর্ভা মা বেগম ফজিলাতুন্নেসার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বসুরহাট সরকারি মুজিব কলেজমাঠে মরহুমের জানাজার নামাজ শেষে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড়রাজাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা পূর্ব সমবেত সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বক্তব্য চলাকালীন সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মুঠোফোনে বিএনপির পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, সাম্যবাদীদল, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুরুপ সমবেদনা জানান।
পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৬
স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে অংশ নিতে এসে ভূয়া ৬ শিক্ষার্থীকে গ্রেফতার করেন পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে গ্রেফতারকৃতদের গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করে পুলিশ।
আটককৃত ভূয়া ৬ শিক্ষার্থী হলো, বরিশাল সদরের শামসুল হকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র তাসরিফ আলম, ময়মনসিংহ সদরের গোলাম মোস্তফার ছেলে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সমসের আলী, রংপুরের পীরগাছা উপজেলার রহমান উদ্দিনের ছেলে সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহানুর রহমান, ময়মনসিংহের গৌরিপুরের আবদুল কুদ্দুসের ছেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র ইমরুল ইসলাম, নেত্রকনার কলমাকান্দার রহমত আলীর ছেলে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ছাত্র পলাশ আহমেদ ও ময়মনসিংহের ফুলপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আনন্দমোহন কলেজের ছাত্র রাশেল আহমেদ।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গতকাল মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ লাইনে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীর ছবি পরিবর্তন ও পুলিশ সুপারের স্বাক্ষর জাল করে শিবগঞ্জের ৬ পরীক্ষার্থীর হয়ে পরীক্ষায় অংশ নেয় তারা। বিষয়টি সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা জানান অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেয়ার কথা স্বীকার করে। সন্ধ্যায় তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পরীক্ষা আইনে মামলা দায়ের করা হয়।