দর্শনা অফিস: দর্শনা রেলবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ভেজাল খাবার রাখার অপরাধে ২ দোকানে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় দর্শনা রেল বাজারের বিভিন্ন দোকানে। মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে শরীফ স্টোর ও লাব্বি কপি হাউজে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, সহসভাপতি আনোয়ার হোসেন রতন প্রমুখ।