ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে টেকসই উন্নয়নমূলক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান আব্দুল ওহাব। প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার সুজন কুমার সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোজাম্মল হক, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিএম আলী হোসেন, সাধারণ সম্পাদক মুন্সী শাহীন রেজা সাঈদ, ইউনিয়ন সচিব ইমারত আলী ও পরিষদের সদস্যগণ।