পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা ভাণ্ডারদহ গ্রামের কৃষক ইবাত মালিথা আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে ইবাত মালিথা তার বাড়ির অদূরবর্তী মাঠে বিষপান করেন। পরিবারের লোকজন ইবাত মালিথাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইবাত মালিথা মারা যান। চুয়াডাঙ্গা জেলা সদরে শঙ্করচন্দ্র ইউনিয়নে হঠাতপাড়া ভাণ্ডারদহ গ্রামের মৃত ভাষান মালিথার ছেলে ইবাত মালিথা (৫৫)। তিনি পেশায় একজন কৃষক ও ৪ সন্তানের জনক। পরিবারের সদস্যরা জানান, ইবাক মালিথা পেটের ব্যথ্যা-যন্ত্রণা সইতে না পারায় বিষপান করেছেন।