গাংনী প্রতিনিধি: মেহেরপুরের হিন্দা গ্রামের শওকত আলী মাস্টারের স্ত্রী সফুরা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। সোমবার রাতে বড় ছেলে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুল মতিন সঞ্জুর গাংনী চৌগাছাস্থ বাড়িতে তিনি মারা যান। সফুরা খাতুন বছর চারেক ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় হিন্দা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা গ্রামের প্রবীণ ব্যক্তি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শওকত আলী মাস্টারের স্ত্রী ও একই গ্রামের দানশীল প্রয়াত ফরজ আলী বিশ্বাসের মেয়ে সফুরা খাতুন (৭৪) বেশ কয়েক বছর ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে থেকে তিনি বড় ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মতিন সঞ্জুর গাংনী পৌর এলাকার চৌগাছার বাড়িতে ছিলেন। গত সোমবার সফুরা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত সোয়া ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল মঙ্গলবার সকালে তার লাশ গ্রামের বাড়ি হিন্দায় নেয়া হয়। সেখানে সকাল সাড়ে ১০টায় ঈদগাহ ময়দানে জানাজা শেষে বেলা ১১টায় গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়। সফুরা খাতুন মৃত্যুকালে স্বামী, তিন ছেলে, এক মেয়ে, নাতিনাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অন্য দু’ছেলের মধ্যে মেজ ছেলে আব্দুল মোমিন স্বপন হিন্দা গ্রামের বাসিন্দা। ছোট ছেলে আব্দুল বাতেন রোকন গাংনী চৌগাছার ইটভাটা ব্যবসায়ী । একমাত্র মেয়ে সেলিনা খাতুন সহড়াতলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফর রহমানের স্ত্রী।