আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে। গতপরশু রাতে উপজেলার কায়েতপাড়া ও কেদারনগর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, উপজেলার কায়েতপাড়ার গ্রামের মৃত আবুল হোসেনের দু’ছেলে হাফিজুর রহমান ও ইজাজুল হক, মৃত নুরুল ইসলামের ছেলে ফারুক, বজলুর রহমানের স্ত্রী জলি খাতুন, হাফিজুর রহমানের স্ত্রী শেফালি খাতুন, নজরুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুন, সিরাজুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন জোর করে আবাদি জমি দখল ও ধান ক্ষেত নষ্ট করে দেয়া মামলার আসামি। এছাড়াও উপজেলার কেদারনগর গ্রামের আরজ আলীর ছেলে রাজ্জাক ও নছর আলীর ছেলে হেবা ওয়ারেন্টভুক্ত আসামি। গতপরশু রাতে আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান ও এসআই একরামুল ও এএসআই বিএম হুমায়ন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। গতকালই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।