মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার সোনাতনপুর গ্রামের বাবুপাড়ায় এক নারীকে জাপটে ধরার অভিযোগ করা হয়েছে। গতরাত ৯টার দিকে প্রতিবেশী বাবলু এ ঘটনা ঘটায় বলে অভিযোগকারীরা জানান। এ ব্যাপারে পুলিশকে জানালে স্থানীয় মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ রাতেই সেখানে যায়।
অভিযোগসূত্রে জানা গেছে, ৯টার দিকে বাড়ির বাইরে এলে এক বিধবাকে জাপটে ধরে উঠিয়ে নেয়ার চেষ্টা করেন বজু মোল্লার ছেলে বাবলু। এসময় পার্শ্ববর্তী বাড়ির আব্দুল খালেক, শুকুর আলী ও মমিরুলসহ কয়েকজন ছুটে এলে বাবলু পালিয়ে যান। বাবলু বিভিন্ন সময় ওই বিধবাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো বলে অভিযোগকারীরা জানান। এ ব্যাপারে অভিযুক্ত বাবলুর পরিবারের লোকজন জানান, ওই বিধবার সাথে একজনের পরকীয়া আছে। তাদেরকে আপত্তিকর অবস্থায় ধরার চেষ্টা করেন বাবলু। খবর পেয়ে রাত সাড়ে ১০টায় মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে।