বেগম জিয়ার বিরুদ্ধে সাজা প্রদান সম্পূর্ণরুপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত

চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা : মেহেরপুরে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত

মাথাভাঙ্গা ডেস্ক: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিএনপি। চুয়াডাঙ্গায় পৃথক তিন স্থান থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। পুলিশের বাধায় নেতাকর্মীরা বিক্ষোভ নিয়ে রাস্তায় বের হতে পারেনি। পরে সমাবেশের আয়োজন করা হয়। অপরদিকে মেহেরপুরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা বিএনপি। সমাবেশে নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে সাজা প্রদান সম্পূর্ণরুপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নেত্রীর ওপর সকল প্রকার হয়রানি ও হেনস্তার অবসান ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য প্রণোদিত সজানো মামলার প্রতিবাদে ও মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় দলীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। সামাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মন্টুর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, জেলা বিএনপির নেতা রেজাউল করিম লিটন। আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম লিটন, জেলা জাসাসের সভাপতি সহিদুল হক বিশ্বাস, জেলা যুবদল নেতা আরিফুজ্জামান পিন্টু, হাজি রবিউল মল্লিক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ তালহা, জেলা ওলামা পরিষদের সভাপতি ফজলুর রহমান, পৌর বিএনপি নেতা আহসান হাবিব মুক্তি, যুবদল নেতা মাগরিবুর রহমান প্রমুখ।
জেলা যুবদলের আহ্বায়ক খালিদ প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চুয়াডাঙ্গায় জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয় থেকে সকাল ৯টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশি বাধায় পড়ে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহাজাহন মুকুল। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, সহসভাপতি আরশেদ আলী কালু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন। পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খান। অপরদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টার দিকে সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশির বাধায় প- হয়ে যায়। পরে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফাতুল্লাহ মহলদার। সমাবেশে জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির প্রচার সম্পাদক আলাউদ্দীন, পৌর বিএনপির সহসভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, আটক ও মামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সহসভাপতি ইলিয়াস হোসেন, আনছারুল হক, শেখ সাঈদ আহমেদ ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (মেহেরপুর সদর) রোমানা আহমেদ রুমা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লাসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। এদিকে একই দিন সকাল সাড়ে ৮টায় শহরের পৌর ঈদগাহ পাড়াস্থ কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটনের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, ছাত্রনেতা নাহিদ মাহমুদ সনি প্রমুখ। এসময় সমাবেশে বিএনপি নেতা একরামুল হক, আব্দুল হামিদ খান গাজু, ফরিদ উদ্দিন, ইউনুস আলী, আনিস মেম্বার, ইদ্রিস, গিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a comment