গার্দিওলার অধীনে প্রথম শিরোপা লাভ করলো ম্যান সিটি

মাথাভাঙ্গা মনিটর: ওয়েম্বলীতে লিগ কাপের ফাইনালে আর্সেনালকে ৩-০ গোলে পরাজিত করে গার্দিওলার অধীনে প্রথম শিরোপা লাভের কৃতিত্ব দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির পক্ষে গোল তিনটি করেছেন দলের তিন অভিজ্ঞ তারকা সার্জিও আগুয়েরো, ভিনসেন্ট কোম্পানি ও ডেভিড সিলভা। এই নিয়ে পঞ্চমবারের মতো লিগ কাপের শিরোপ জয় করলো সিটি। আটটি শিরোপা জিতে এই তালিকায় এগিয়ে আছে লিভারপুল।

প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা সিটিজেনদের জন্য এটি ছিলো এবারের মরসুমের আরেকটি মাইলফলক। যদিও সোমবার এফএ কাপে লিগ ওয়ানের দল উইগানের কাছে পরাজিত হয়ে ঐতিহাসিক কোয়াড্রাপল জয়ের সুযোগ থেকে ছিটকে গেছে গার্দিওলার শিষ্যরা। ম্যাচ শেষে সিটি বস বলেছেন, ‘এটা সত্যিই গুরুত্বপূর্ণ ছিলো। আমরা সবাই দারুন খুশী। ম্যানচেস্টার সিটি ও এর সমর্থকদের অনেক বড় একটি অভিনন্দন। এই শিরোপাটি আমার জন্য নয়, এটি পুরোটাই ম্যানচেস্টার সিটির প্রাপ্য। ম্যাচের প্রথমার্ধ মোটেই ভালো ছিলো না। এখানে অনেক ভুল হয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশী সাহস ও ব্যক্তিত্ব নিয়ে খেলেছি, আমরা আজ সত্যিকার অর্থেই অসাধারন ফুটবল খেলেছি।’