ঝিনাইদহ প্রতিনিধি: দেশের প্রাচীনতম ঝিনাইদহ কোটচাঁদপুর পৌসভার ৮৪ মাসের বিদ্যুত বিল ২ কোটি ৩ লাখ টাকা অনাদায় রয়েছে। স্থানীয় বিদ্যুত সরবরাহ কতর্ৃৃপক্ষ বারবার লিখিত ও মৌখিক তাগিদ দেয়ার পরও পৌর কর্তৃৃৃপক্ষ এ বিপুল পরিমাণ টাকা পরিশোধ করছে না। বিদ্যুত সরবরাহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মনোয়ার জাহিদ জানান, ২০০৫ সাল থেকে পৌরসভার কাছে এ বিদ্যুত বিল বকেয়া রয়েছে। ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি বর্তমান মেয়র জাহিদুল ইসলাম জাহিদ নতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার পর তিনি গত বছরের ৭ মে ২ লাখ ১৬ হাজার ৯২২ টাকা, ২২ জুন ২ লাখ ৬৮ হাজার ৫৮৩ টাকা বিদ্যুত বিল পরিশোধ করেন। এখনও পৌরসভার কাছে ওজোপাডিকো’র বিদ্যুত বিল বাবদ পাওনা রয়েছে ২ কোটি ৩ লাখ টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌর ভবন, কমিউনিটি হল, পানির পাম্প ও পৌর এলাকার রাস্তাসহ ১২টি হিসেবের বিপরীতে পৌরসভা এ বিদ্যুত ব্যবহার করছে। এ দিকে বকেয়া বিল পরিশোধ না করে পুনরায় আরও ৩টি নতুন পাম্পে বিদ্যুত সংযোগের জন্য আবেদন করেছে পৌর কর্তৃপক্ষ। সহকারী প্রকৌশলী মনোয়ার জাহিদ জানান, মন্ত্রণালয়ে সুনির্দৃষ্ট কোনো নির্দেশনা না থাকার কারণে বিদ্যুত সরবরাহ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে না।