সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসার ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আকিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, প্রতিষ্ঠাতা আরজিয়া খাতুন, সরোজগঞ্জ বেবি নার্সিং স্কুলের অধ্যক্ষ আব্দুল কাদের মাস্টার, মানোয়ার হোসেন জান্টু, মাদরাসার সুপার আব্দুর রহমান প্রতিষ্ঠাকালীন সদস্য আহম্মদ হোসেন মনির, পরিচালনা কমিটির সদস্য ও শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সবুর বিশ্বাস, মহর আলী, নাসির উদ্দিন, আসমা খাতুন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম রানা, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক আক্তার হোসেন রনি, দৈনিক মাথাভাঙ্গার সরোজগঞ্জ প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, রাইহান উদ্দিন, সহকালী সুপার মোস্তাফিজুর রহমান আশরাফ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি খবির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোখলেচুর রহমান লিটন ও ক্রীড়া শিক্ষক মাজেদুল হক। বিকেলে অত্র মাদরাসার ১৫তম বার্ষিক তাফশিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।