মহেশপুর সীমান্তে বিজিবি’র হাতে ফেনসিডিলসহ ২জন আটক

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে প্রকাশ, ২৪ ফেব্রুয়ারি রাতে বাঘাডাঙ্গা সীমান্তে মাঠের রাস্তা থেকে বাঘাডাঙ্গা গ্রামের মনির খলিফার ছেলে কবির হোসেন ও আলী কদর বিশ্বাসের ছেলে ইকতিয়ারকে বাঘাডাঙ্গা ক্যাম্পের টহল বিজিবি হাবিলদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় গতকাল রোববার মামলা হয়েছে। বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর হোসেন জানান, আটককৃতরা মাদক চোরাকারবারী। তাদেরকে মাদকসহ গত রাতে আটক করা হয়। গতকাল রোববার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।