ফেসবুক ব্যবহারে বাধা দেয়ায় কিশোরী বধূর আত্মহত্যা

আলমডাঙ্গা ব্যুরো: ফেসবুক ব্যবহার করতে নিষেধ করায় স্বামীর ওপর অভিমান করে আলমডাঙ্গার ক্যানেলপাড়ায় কিশোরী বধূ আত্মহত্যা করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা ক্যানেলপাড়ার মিলনের ছেলে অন্তিম (১৫) প্রেম করে গত ২ বছর আগে একই পাড়ার সোমের কিশোরী কন্যা সুচিত্রাকে বিয়ে করে। বিয়ের পর অন্তিম শ্বশুরালয়ে বসবাস করতো। কিশোরীবউ সুচিত্রা মাত্রাতিরিক্ত ফেসবুক ব্যবহার করতো। বিষয়টি ভাল চোখে দেখতো না স্বামী অন্তিম। গতপরশু রাতে অন্তিম সুচিত্রার মোবাইলফোন থেকে সিম খুলে নেয়। এ ঘটনায় রাগে অভিমানে ক্ষুদ্ধ ছিলো সুচিত্রা। গতকাল রোববার সকালে সে মোবাইলফোন আছাড় মেরে ভেঙে ফেলে। পরে স্বামী কাজে বের হলে সকাল সাড়ে ৯টার দিকে ঘরের আড়ার সাথে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।