জীবননগর ব্যুরো: আওয়ামী লীগ নেতা নজরুল মল্লিককে নিয়ে কুরুচিপূর্ণ কথা, তার টাঙানো ব্যানার ছেঁড়া ও প্রতিবাদকারীদের ওপর ছুড়ি নিয়ে হামলা চালানোর অভিযোগে কামারুল ইসলাম নামে এক মাদকব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটক কামরুল বিএনপি কর্মী হিসেবে পরিচিতি। তার বাড়ি হরিপুরে শনিবার রাত ৯টার দিকে জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার বিকেলে দু গ্রুপের সংঘর্ষে মিল্টন নামে একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, হাবিবপুর গ্রামে রাত সাড়ে ৮টা দিকে মানুষজন চায়ের দোকানে বসেছিলো। পার্শ্ববর্তী হরিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ বিশ্বাসের ছেলে কামারুল ইসলাম এ সময় সেখানে হাজির হয়। সে একজন চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী। সম্প্রতি সে ঢাকাতে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে রাজবাড়ি পুলিশের হাতে ধরা পড়ে। জামিন পেয়ে গত কিছুদিন পূর্বে সে বাড়ি ফেরে। সে বিএনপির একজন কর্মী হিসেবে এলাকায় পরিচিত। চায়ের দোকানে গিয়ে সে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিককে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলা শুরু করে। তার এ কথার প্রতিবাদ করলে সে নজরুল মল্লিকের টাঙানো দুটি ব্যানার টেনে ছিঁড়ে ফেলে। তাকে থামানোর চেষ্টা করলে লুকিয়ে রাখা বড় ছুরি নিয়ে হামলা করার চেষ্টা করে। এসময় উপস্থিত এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে থানার এসআই সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে থানাতে নেয়। গতকাল রোববার কামারুল ইসলামকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয় বলে জানা গেছে। কি কারণে কামরুল ইসলাম এমন কা- করেছে তা অবশ্য জানা যায়নি। এদিকে ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল রোববার বিকেলে আবারও দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হাবিবপুর গ্রামের আলতাফের ছেলে বকুল উদ্দিন মিল্টনকে (৩০) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে।