ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বাসচাপায় জুলফিকার আলী (৩৪) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন শাকিল হোসেন নামে আরেকজন কারারক্ষী। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলীর বাড়ি যশোরের মনিরামপুরে এবং আহত শাকিলের বাড়ির নড়াইলের লোহাগড়ায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সন্ধ্যায় ঝিনাইদহ শহর থেকে জুলফিকার ও শাকিল মোটরসাইকেলে করে জেলা কারাগারের সামনে আসেন। এ সময় দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে জুলফিকার ও শাকিল গুরুতর আহত হন। আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জুলফিকারকে মৃত ঘোষণা করেন। আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাকিল।