স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের মহেশপুরে গুরদহ গ্রামের রাশিদা বেগম বিষপানে আত্মহত্যা করেছে। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুরের শ্যামপুর ইউনিয়নের গুরদহ গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসময় তার পরিবারের সদস্যরা বলেন, গত দু’বছর ধরে রাশিদা বেগম (৪০) মাথার বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গতকাল রোববার সকাল ৭টার দিকে বাড়িতে রাখা বিষপান করেন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নেয় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রাশিদার অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বেলা সোয়া ১০টার দিকে মারা যান তিনি। চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে তার পরিবারের কাছে হস্তান্তর করে।