আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের অধ্যক্ষ জামসিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। উপাধ্যক্ষ শামীশ রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, ওসি তদন্ত লুৎফুল কবির, ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহ আলম, ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, পৌর প্যানেল মেয়র কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, কাউন্সিলর আ. গাফ্ফার। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, সাংবাদিক ইউনিয়ন সম্পাদক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক তাপস রশিদ, সাংবাদিক কাইরুল মামুন, স্কুল শিক্ষিকা আরজুমান ডলি, সুমাইয়া মুক্তা, জুবিরিয়া বেগম, সোনিয়া ডালিয়া, তনিমা রুমা, সাবরিনা লিমাসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও উপাধ্যক্ষ শামীম রেজা রচনায় ইভটিজিং, বাল্যবিবাহ ও অশান্ত পৃথিবীতে শান্তির প্রত্যাশায় একটি শিক্ষণীয় নাটক ‘মঙ্গল স্বপ্ন’ স্কুলের শিক্ষার্থী ও আমন্ত্রিত অথিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।