মেহেরপুর অফিস: বিসিবির ব্যবস্থপনায় এবং মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে উজলপুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে। গতকাল শনিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট খেলায় উজলপুর মাধ্যমিক বিদ্যালয় ৯৮ রানের ব্যবধানে জোড় পুকুরিয়ারা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে উজলপুর মাধ্যমিক বিদ্যালয় ২৭ ওভার ৪ বলে সবকটি উকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাশেদ সর্বোচ্চ ৩৬ রান করে। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে সাবিকুল, আব্দুল্লাহ, কুদরত ও আজিমুল ২টি করে উইকেট লাভ করে। এর জবাবে জোড় পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের আনিছুরের বোলিং তোপের মুখে পড়ে ১৩ ওভার ১ বলে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায়। আনিছুর হ্যাটট্রিকসহ ৬টি উইকেট দখল করে ম্যন অব দ্য ম্যাচ নির্বাচিত হন।