মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে ১১ রান করেছিলেন। তবে গতকাল দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশি এই ওপেনার। করেছেন ৩৯ রান। ম্যাচে তামিমের দল পেশোয়ার জালমিও জয় পেয়েছে ৩৪ রানে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শনিবার কামরান আকমলের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন। প্রথম দিকে আকমলকে সুযোগ দিয়ে নিজে টিকে থাকার দিকে মনযোগ দেন। দলীয় ৬৯ রানে আকমল আউট হলে মারমুখি হন তামিম। প্রথম ১৩ বলে ১৫ রান করলেও পরবর্তী ১৬ বল থেকে তুলেন আরও ২৪ রান। সব মিলিয়ে ২৯ বলে দুটি চার ও দুটি ছক্কার মারে তামিম করেন ৩৯ রান। এছাড়া আরেক ওপেনার কামরান আকমল সাতটি চার ও তিনটি ছক্কার মারে ৩২ বল খেলে করেন ৫৩ রান। পেশোয়ারের ডোয়াইন স্মিথ ও মোহাম্মদ হাফিজ করেন ৩০ রান করে। সব মিলিয়ে তামিমের দলের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ১৭৬ রান।
জবাব দিতে নেমে ইসলামাবাদের ফাহিম আশরাফ ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। বিশেষ করে টপ অর্ডার ছিল একেবারে ব্যর্থ। ফাহিম ৩০ বল মোকাবেলা করে ছয়টি চার ও দুটি ছক্কার মারে ৫৪ রান করে অপরাজিত থাকেন। বল হাতেও তিনি দুটি উইকেট নিয়েছিলেন। পেশোয়ারের উমায়েদ আসিফ ২৩ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। এছাড়া তিনটি উইকেট নেন ইবতিশাম শেখ।