জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমলের ফেসবুক আইডি হ্যাক করে সাংবাদিক জামাল হোসেন খোকনের নিকট ৩ হাজার টাকা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা একটি বিকাশ নম্বরে দিতে বলা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান অজ্ঞাত ব্যক্তির মোবাইল নম্বরের নামে রাতেই থানাতে একটি জিডি করেছেন।
জানা যায়, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের ফেসবুক আইডি হ্যাক করে প্রতারক জীবননগর লক্ষ্মীপুরের সাংবাদিক জামাল হোসেন খোকনের নিকট ৩ হাজার টাকা দাবি করে। এ টাকা ০১৬৩৯৭৫৯৮৬৩ বিকাশ নম্বরের মাধ্যমে দেয়ার জন্য বলা হয়। সাংবাদিক জামালের নিকট বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে তিনি উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন। উপজেলা চেয়ারম্যান বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে জানালে এক পর্যায়ে হ্যাকারের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান রাতেই থানায় একটি জিডি করেছেন বলে জানা গেছে।