গাংনীর ধানখোলা সড়কে দুই লক্ষাধিক টাকার সরকারি গাছ হজম

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর ধানখোলা-বাঁশবাড়ীয়া সড়কে ১৫টি গাছ কেটে নিয়েছে ধানখোলা গ্রামের ছমির উদ্দীন নামের এক ব্যক্তি। স্থানীয় ইউপি সদস্যের যোগসাজসে গাছ কেটে দুই লক্ষাধিক টাকা হজম করেছে বলে অভিযোগ রয়েছে। তবে ওই গাছগুলো নিজের জমির গাছ বলে দাবি করেছেন অভিযুক্ত ছমির উদ্দীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানখোলা-বাঁশবাড়ীয়া পাকা সড়কের দু’পাশে সরকারি গাছগাছালি রয়েছে। গত বুধবার ওই সড়কের পাশে ধানখোলা-চিৎলা মাঠের মধ্য থেকে ১৫টি গাছ কেটে নেয় ধানখোলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ছমির উদ্দীন। কর্তন করা গাছের মধ্যে ইপিল ইপিল, মেহগনি ও সেগুন গাছ রয়েছে। গাছগুলো আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা বলে জানায় স্থানীয়রা। ধানখোলা ও চিৎলা গ্রামের মানুষের মাঝে গাছ কাটা নিয়ে ক্ষোভ বিরাজ করলেও তাতে কর্ণপাত করেননি ছমির উদ্দীন। সরকারি গাছ এভাবে কর্তন করে কিভাবে হজম করছে তা নিয়ে এলকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
জানতে চাইলে অভিযুক্ত ছমির উদ্দীন বলেন, গাছগুলো আমার জমিতে ছিলো। সড়কের গাছ কাটিনি।
এ প্রসঙ্গে গাংনী সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি জানি না। আমি অবশ্যই আজ ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেবো।