কালকে খাবা ধরা

আহাদ আলী মোল্লা

কর্তা বাবু কোথায় থাকেন জানো
ডাকলে তিনি নেন না কিছু মোটে
নৃত্য করেন শোনেন মজার গানও
হাসেন শুধু ভালোবাসার টানে।

চাষির মাথায় ভাঙেন কারা বেল
খাচ্ছা কারা তাদের লুটেপুটে
জানে কে বা আনকোরা সব খেল
খাওয়ার জন্য বেড়ায় ছুটে ছুটে।

সরকারি মাল যে যেখানে পায়
এসে হাজির, সুযোগ লাগায় কাজে
আহা রে দুই হাত ডুবিয়ে খায়
দেখুন ওদের স্বভাব কেমন বাজে।

কেরুজ মিলের নাম ডুবেছে বাবা
সবখানে তার দুর্নীতিতে ভরা
আখ ফুরোলে তখন কি চিজ খাবা
আজকে না হোক কালবে খাবা ধরা।

(কেরুজ জমিতে কর্তনকৃত আখ মাঠে রেখেই মাড়াই মরসুম বন্ধ)