আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা লাল ব্রিজ মোড়ে আলমসাধু চড়ে যাওয়ার সময় মেয়ের স্যান্ডেল তুলতে গিয়ে হাতের আঙ্গুল হারালেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা থেকে গ্রামের বাড়ি দুর্লভপুর যাওয়ার সময় এঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে মা ক্লিনিকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।
জানাগেছে, উপজেলার দুর্লভপুর গ্রামের মিনারুলের স্ত্রী শুভতারা খাতুন মেয়ের ও বোনের মেয়ে সাথে করে আলমডাঙ্গা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিল। আলমডাঙ্গা লাল ব্রিজ মোড় থেকে দুর্লভপুর যাওয়ার জন্য আলমসাধুতে চড়ে। আলমসাধু চলা অবস্থায় মেয়ে স্যান্ডেল পরে যায়। স্যান্ডেল তুলতে গিয়ে ভুল বশত শুভতারার হাত চলন্ত আলমসাধুর চাকার উপর পরে। এসময় শুভতারার ডান হাতের একটি আঙ্গুল কেটে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পুশু হাট সংলগ্ন মা ক্লিনিকে নিয়ে ভর্তি করে।