স্টাফ রিপোর্টার: চতুর্থ এনপিএল ক্রিকেট লিগের ফাইনাল আজ শুক্রবার। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হবে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ও দর্শনা ডেয়ার ডেভিলস। চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৪র্থ এনপিএল ক্রিকেট লিগের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোর্য়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারি ৮টি টিম নিয়ে ওই এনপিএল ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়। ৮টি টিমে চুয়াডাঙ্গা জেলার অনূর্ধ্ব-১৬ বছর বয়সী ১২০ জন ক্রিকেটার অংশগ্রহণ করে। লিগ পর্বের ১২টি ম্যাচ, দু-সেমিফাইনালে ২টি ম্যাচ ও আজ ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে ২১দিনব্যাপী ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে শেষ হবে ৪র্থ এনপিএল ক্রিকেট লিগ। লিগে অংশগ্রহণকারী টিমগুলো হলো কিংস ইলেভেন জীবন নগর ,আলমডাঙ্গা নাইট রাইডার্স, মুন্সিগঞ্জ টাইটান্স, দর্শনা ডেয়ার ডেভিলস, সানরাইজার দশমাইল, ওয়ালটন কিংস, ফ্রিডম ফাইটার আটকবর ও দর্শনা ডেয়ার ডেভিলস।