মহেশপুর প্রতিনিধি: গত মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ৩টি পাঁকা রাস্তার শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি নবী নেওয়াজ। ফতেপুর ইউপি চত্বরে রাস্তা উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাইদুল হক বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ। রাস্তা ৩টি হলো- ফতেপুর আব্দুর রহমান সড়ক, ফতেপুর ইউপি চত্বর থেকে সাড়াতলা পর্যন্ত এবং সাড়াতলা প্রাইমারি স্কুল থেকে জামতলা মোড় পর্যন্ত। ওই রাস্তা ৩টির জন্য প্রায় ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।