ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলা প্রেসক্লারের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাউদ্দীন আজাদ সভাপতি এবং বাসস, চ্যানেল আই দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি শেখ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে আলাউদ্দীন আজাদের সভাপতিত্বে বার্ষিক নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদ গঠন করা হয়।
নির্বাহী কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আব্দুল হাই, রফিকুল ইসলাম মন্টু, সহ-সাধারণ সম্পাদক এম মাহফুজুর রহমান, শামীমুল ইসলাম শামীম, সাংগাঠনিক সম্পাদক শেখ রুহুল আমীন, দফতর সম্পাদক জাফর উদ্দিন রাজু, কোষাধ্যক্ষ ওলিয়ার রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল মামুন। নির্বাহী সদস্যরা হলেন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, শেখ মিজানুর রহমান, জহুরুল ইসলাম হিরো, আজিজুর রহমান সালাম, আকমল হোসেন ও শাহজামান।