স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজে ইংরেজিসহ আরও তিনটি বিষয়ে মাস্টার্স চালু হয়েছে। এ দিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে মোট ৯টি বিষয়ে মাস্টার্স চালু হলো।
চুয়াডাঙ্গা সরকারি কলেজে ২০১১-১২ শিক্ষাবর্ষে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, হিসাববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে মাস্টার্স ফাইনাল শিক্ষাক্রম চালু হয়। এরপর ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ব্যবস্থাপনা বিভাগ অধিভুক্তকরা হয়। সর্বশেষ মাস্টার্স ফাইনাল শিক্ষাক্রম অধিভুক্ত করা হলো ইংরেজি, ইতিহাস ও দর্শন। এ ৩টি বিষয়ে ৫০টি করে আসন সংখ্যা রাখা হয়েছে। পূর্বে চালু হওয়া বিষয়গুলোর মধ্যে বাংলা বিষয়ে ১শ’, রাষ্ট্র বিজ্ঞানে ১২০, ইসলামের ইতিহাসে ১৩০, হিসাব বিজ্ঞানে ১৭৫ ও ব্যবস্থাপনায় ২শ’ করে আসন অনুমোদন পায়। মাস্টর্স ফাইনাল শিক্ষাক্রমে প্রথম সাময়িক অধিভুক্ত তিনটি বিষয় তথা ইংরেজি, ইতিহাস ও দর্শনে কবে নাগাদ ভর্তি শুরু করা সম্ভব হবে তা অবশ্য গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নিশ্চিত করে জানাতে পারেননি সংশ্লিষ্টরা। তবে শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু করা হতে পারে।