কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহ্বানে কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মজমপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম। কুষ্টিয়া জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবলু। মানববন্ধনে বক্তারা দাবি করেন, সড়কের বেহাল অবস্থা নিরসন করতে হবে, মোটর শ্রমিকদের বিরুদ্ধে কালো আইন বাতিল করতে হবে, যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, শ্রমিকদের বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।