আলমডাঙ্গা ব্যুরো: ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল প্রত্যুষে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নিজ হাতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে হারদী এমএস জোহা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।
সে সময় উপস্থিত ছিলেন এমএস জোহা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, এমএস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, উপাধ্যক্ষ নিয়ামত আলী, সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, নজরুল ইসলাম, জেসমিন আরা, আকতারুজ্জামান, মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মনিরুজ্জামান, এমএস জোহা কৃষি কলেজের অধ্যক্ষ কৃষিবীদ হামিদুল হক, মীর সামসুদ্দীন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর প্রমুখ।