মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ বিজয় বাবু ক্রিকেট টুর্নামেন্টে পাংশা একাদশকে হারিয়েছে আমঝুপির একাদশ। গতকাল বুধবার দুপুর ১টার সময় পাংশা উপজেলা ক্রীড়া সংস্থা টসে জিতে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। জবাবে আপঝুপি পাবলিক ক্লাব ১৮ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৪ উইকেটে জয় পাই তারা। জয়ী দলের জিকো ৫৩ রান ও ৩ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।