দেশি-বিদেশি টুকরো

সাবা তানির দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: সঙ্গীতশিল্পী সাবা তানির দাফন সম্পন্ন হয়েছে। টাঙ্গাইলের গোড়াই গ্রামে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে গতকাল বুধবার বাদ মাগরিব তার মরদেহ দাফন করা হয়।

এর আগে বাদ জোহর ঢাকার গুলশানের আজাদ মসজিদে সাবা তানির জানাজা হয়। জানাজা শেষে মরদেহ নানাবাড়িতে নেয়া হয়। গত শতকের আশি ও নব্বই দশকের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবা তানিকে গত সোমবার সকালে উত্তরায় বাসায় বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। গতকাল বুধবার সাবা তানির পরিবারের পক্ষ থেকে তার খালাতো ভাইয়ের স্ত্রী চিত্রনায়িকা শাবনাজ জানান, সাবা তানির একমাত্র ছেলে আনিদ গতকাল বুধবার সকাল নয়টায় লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। দুপুর ১২টায় সাবা তানির মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে নিয়ে যাওয়া হয় আজাদ মসজিদে। সেখান থেকে টাঙ্গাইলের গোড়াই গ্রামে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে গতকাল বুধবার বাদ মাগরিব তার মরদেহ দাফন করা হয়।

তীব্র শীতের পর এপ্রিলে আসছে রেকর্ড ভাঙা গরম

স্টাফ রিপোর্টার: গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবের সঙ্গে এল-নিনোর দাপটে বাংলাদেশে চলতি বছরটি উষ্ণতম বছর হতে পারে বলে পুর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এক সমাস আগেই ৫০ বছরের রেকর্ড ভেঙ্গে হাড় কাপানো শীত বয়ে গেছে বাংলাদেশের ওপর দিয়ে। সামনে আসছে অসহনীয় তাতানো গরমের সময়।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলছে, গত দশ মাসে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা দীর্ঘমেয়াদী গড়ের চেয়ে শূন্য দশমিক ৫৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং বৈশ্বিক উষ্ণতা কোনো নিশ্চল অবস্থায় নেই। এই ধারা অব্যাহত থাকলে বার্ষিক গড় তাপমাত্রা অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে। যা ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় ঘটছে। বিশেষজ্ঞদের মতে, প্রশান্ত মহাসাগরের এল নিনোর প্রভাবে জলতলের তামপাত্রাও বেড়ে গেছে। ফলে ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগারে জলীয় বাষ্পের জোগানে টান পড়েছে।

ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে ৪ যাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: নওগাঁর রানীনগরে ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন থেকে ছিটকে পড়ে চার যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড় হাসিদা গ্রামের জাহাঙ্গীর আলম, নওগাঁর সাপাহার উপজেলার মালিপুর গ্রামের আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলার বোদা উপজেলার আপেল মাহমুদ ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চৈতাপাড়া গ্রামের মো. মনির।

জানা গেছে, নিহতরা ঢাকার বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেন। ছুটি পেয়ে তারা ঢাকা থেকে দিনাজপুর গামী দ্রুতযান ট্রেনের ছাদে চড়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নওগাঁর রাণীনগর উপজেলার রেলওয়ে উত্তর দিকে ওভার ব্রিজের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গিয়ে তারা মারা যান। সংবাদ পেয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে।

সিরিয়ায় ভয়াবহ হামলা : নিহত ২৫০

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার ইস্টার্ন ঘৌওতায় কমপক্ষে ২৫০ বেসামরিক লোক নিহত হয়েছে। সরকারি বাহিনীর হামলায় গত ৪৮ ঘণ্টায় প্রাণহানির এ ঘটনা ঘটে। কয়েক বছরের মধ্যে একে ভয়াবহতম হামলা বলা হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) বরাত দিয়ে গতকাল বুধবার সিএনএন এ কথা জানিয়েছে।

এসওএইচআর গত মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, সরকারি বাহিনীর বিমান হামলায় ও বোমাবর্ষণের ইস্টার্ন ঘৌওতায় ভয়াবহ এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চলমান হামলায় কমপক্ষে ১ হাজার ২০০ মানুষ আহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ৫৮ শিশু ও ৪২ জন নারী রয়েছেন। এর আগে সিরিয়ার সরকারবিরোধীদের নেটওয়ার্ক লোকাল কো-অর্ডিনেশন কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার ইস্টার্ন ঘৌওতার দুমা, মিসরাবা ও আল-নাশাইবিয়ায় বিমান থেকে ফেলা উপর্যুপরি বোমায় শতাধিক বেসামরিক লোকের প্রাণহানি ঘটে।