দামুড়হুদার খলিসাগাড়ী গ্রামে কৃষকের দুটি গরু চুরি

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার নাটুদাহের খলিসাগাড়ী গ্রাম থেকে গোয়ালঘরের তালা ভেঙে দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিনগত গভীর রাতে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের খলিসাগাড়ীর বেলতলাপাড়ার ইসমাইল ম-লের ছেলে বাবুর আলীর গোয়ালঘরের তালা ভেঙে দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। এদিকে বাবুর আলী জানান, গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। টর্চ লাইট মেরে দেখি গোয়ালঘরের দরজা খোলা এবং তালা মাটিতে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। গোয়ালঘরে গরু নেই। অনেক খোঁজাখুঁজি করার পর গরু দুটি না পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।