জীবননগর ব্যুরো: দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার অন্তরালে গাঁজার ব্যবসা পরিচালনা করে আসলেও এবার শেষ রক্ষা হলো না জীবননগর উথলীর গাঁজা ব্যবসায়ী আব্দুল মালেকের। গত মঙ্গলবার বিকেলে পুলিশ আব্দুল মালেকের মুদি দোকানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করে। থানার নবাগত ওসি মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে থানাতে নেয় বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। ইন্সপেক্টর মাহমুদুর রহমান থানাতে যোগদানের পর তিনি বিশেষ এ অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করে আসছেন। গোপন সংবাদে উপজেলার উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত সিদ্দিক আলীর ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী আব্দুল মালেকের মুদিদোকানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় দোকান তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়।