জীবননগর ব্যুরো: জীবননগর-কালীগঞ্জ সড়কের জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে দ্রুতগতির বেপরোয়া একটি মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্র অন্তর (১৩) গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জীবননগর পোস্টঅফিসপাড়ার প্রভাষক রবিউল ইসলামের ছেলে অন্তর জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। সকাল ৮টার দিকে বাইসাইকেলযোগে সে স্কুলে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক আসা বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে গুরুতরভাবে আহত করে। আহত অন্তরকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।